শয়তানের মৃত্যু নাই

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২০ মে, ২০১৩, ০৮:০৭:৩৬ রাত

তিনি আমার সম্পর্কে আত্নীয় হন। ঢাকা এয়ারপোর্টে ২০০ টাকা করে টিকেট নিয়ে ভিজিটর চত্তেরে দু'টি চেয়ারে বসে বসে গল্পগুজব করছিলাম। আমার আরেক নিকটাত্নীয় সৌদি আরব যাচ্ছেন তাই আমাদের যাওয়া। গল্পের ফাঁকে ভিতরেস্থিত অনেক গুলো বিষয় উপভোগ করছিল, যেমন বিদেশীদের যাতায়ত, দেশের কিছু বিখ্যাত ব্যক্তিদের বিদেশী গমন। অবশ্য আমি তাদের সাথে পরিচিত নই। আমি চিনি। তার মধ্যেও আমাদের গল্প চলতে লাগল। গল্পে ওনার একটি বাস্তব ঘটনা বললেন। আমার আত্নীয়ের এক প্রতিবেশিনী ছিলেন,তিনি সব সময় তার পরিবারের লোকজনের সাথে হরহামিশাই খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝাটি করতো।অতিষ্ট হয়ে ওনারা সিদ্ধান্ত নিলেন, অন্য জায়গায় গিয়ে নতুন বাড়ী করবেন। জায়গাও কেনা হয়ে গিয়েছে। সুধু বাড়ী করার বাকি এরই মধ্যে উক্ত প্রতিবেশিনী মারা গেল, ইহকাল ত্যাগ করলো। ঘরের সবাই মিলে খুশি হলেন,সবার মনে পুলক লাগল। অগোচরে অনেককে মিষ্টি খাইয়েছেন। একই বাড়ীর এক ঘরে মাতম অন্য ঘরে আনন্দ চলছে দেখে আমার আত্নীয়ের বড় ভাই বিভ্রত বোধ করছেন। তিনি সবাইকে লক্ষ্যকরে বললেন,এত খুশি হচ্ছ কেন? খুশি হওয়ার কারন নাই।কারণ শয়তানের মৃত্যু নাই। শয়তান কখনো মরে না শয়তান মৃত্যুঞ্জয়ী। এক শয়তান মরে গেলেও, দেখবে অন্য শয়তান ঠিক তোমাদের পিছে গেলে গেছে। পরে আরেক শয়তান তাদের আত্নীয় বেশে আসে।

.

.

.

.

.

.

.

পাদটিকাঃ

বিষয়: বিবিধ

১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File